thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

২০১৯ মে ০৭ ১০:৪৯:৪৭
রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম সুমন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে গঙ্গাচড়ার শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর পাশে পূর্ব ইচলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ ও ধর্ষণসহ ছিনতাই, চাঁদাবাজি প্রতারণা এবং মাদকের ৯টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, সোমবার রাত দেড়টার দিকে নিহত সুমনসহ আরও দুইজন একটি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে সুমন আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ৯টিরও বেশি মামলা থাকতে পারে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর