thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

মেক্সিকোতে বিমান বিধ্বস্তে ১৩ আরোহী নিহত

২০১৯ মে ০৭ ১৮:০৫:৪৮
মেক্সিকোতে বিমান বিধ্বস্তে ১৩ আরোহী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর কোয়েহুইলা প্রদেশের উত্তরাঞ্চলে দুর্গম এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সবাই নিহত হয়েছেন।খবর সিএনএনের।

কোয়েহুইলা প্রদেশের গভর্নর মিগুয়েল রিকেল্মে জানান, রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে স্থানীয় সময় বিকাল ৩টার একটু আগে রওনা হয় উড়োজাহাজটি। উড্ডয়নের দুই ঘণ্টা পর থেকে উড়োজাহাজটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

তিনি বলেন, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর থেকে তল্লাশি শুরু হয়। উত্তরাঞ্চলীয় ওকাম্পো শহর থেকে আকাশপথে চালানো তল্লাশির মাধ্যমে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

এক বিবৃতিতে কানাডার বোম্বাডিয়ার ইনকর্পোরেটেড ওই বিমানটিকে চ্যালেঞ্জার ৬০১ মডেলের বলে শনাক্ত করেছে।

কোয়েহুইলা প্রদেশের গর্ভনর বলেন, উড়োজাহাজটিতে ১০ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর