thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

ফ্রান্সে বন্দুকধারীর হাতে জিম্মি ৪

২০১৯ মে ০৮ ০০:৩৩:৪৭
ফ্রান্সে বন্দুকধারীর হাতে জিম্মি ৪

দ্য রিপোর্ট ডেস্ক : ফ্রান্সের তুলুজ এয়ারপোর্টের কাছে একটি দোকানে চারজনকে জিম্মি করেছে এক বন্দুকধারী। মঙ্গলবার ফ্রান্সের স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে বন্দুকধারী তাদের জিম্মি করে। এ সময় বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে।

ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট ফ্রান্স পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্লাগনাক শহরের তুলুজ এয়ারপোর্টের কাছে একটি দোকানে চারজনকে জিম্মি করে এক বন্দুকধারী। বন্দুকধারীকে সন্ত্রাসী হিসেবে আমলে নিয়ে পুলিশ পুরো দোকান ঘিরে অবস্থান নিয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তারা যেকোন মূলে চারজনকে জীবিত উদ্ধার করতে চান। সে জন্য বন্দুকধারীর কোন উদ্দেশ্য কাছে কি না তা জানার চেষ্টা চলছে।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা বন্দুকধারীর নাম ঠিকানা জানতে পারিনি। বন্দুকধারী কি চায় আমরা সেটা জানার চেষ্টা করছি। আমাদের স্পেশাল সিকিউরিটি পুরো দোকানের চারপাশ ঘিরে রেখেছে।

ফ্রান্স থ্রি টিভি রিপোর্টের বরাতে ইনডিপেনডেন্ট জানিয়েছে বন্দুকধারী কি কারণে চার নাগরিককে জিম্মি করেছে সেটা সে জানানো চেষ্টা করছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর