thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

২০১৯ মে ০৮ ২০:৫৫:২৮
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার ফোর্ট এলিজাবেথ এলাকায় সন্ত্রাসীর গুলিতে শাহাজাহান সাজু (৪৭) নামের বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহাজাহান সাজু কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির আটিয়াবাড়ি গ্রামের রুস্তম আলী ভূঁইয়ার ছেলে। দেশে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

সাজুর ছেলে মো. মানিক জানান, তার বাবা ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকেন। দেশটির ফোর্ট এলিজাবেথ এলাকায় তার খাদ্যসামগ্রীর দু'টি দোকান রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে বের হওয়ার পর আফ্রিকান এক সন্ত্রাসী তার বুকে ও পিঠে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মার্কেন্টাইল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আগামী ২/৩ দিনের মধ্যে তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর