thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২

২০১৯ মে ০৯ ১০:১৪:৫৫
কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) ভোরে সমুদ্র সৈকতের ঝাউবনে এ বন্দুকযুদ্ধ ঘটে।নিহতদের মধ্যে মুহাম্মদ মাসুম (৩৫) নামে একজনের নাম জানা গেলেও অপরজনের নাম ঠিকানা কিছুই এখনো জানা যায়নি।

কক্সবাজার র‌্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, খবর আসে ইয়াবার একটি চালান আসবে। পরে ওই স্থানে র‌্যাবের একটি টিম অবস্থান নিলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঝাউবন তল্লাশি করলে দুইজনের মরদেহ ও একনলা একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর