thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এনসিসি‘র এমডির ব্যাংকে ৩৫ কোটি টাকা, ব্যাখ্যা চায় পর্ষদ

২০১৯ মে ০৯ ১১:৪৩:৩৪
এনসিসি‘র এমডির ব্যাংকে ৩৫ কোটি টাকা, ব্যাখ্যা চায় পর্ষদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কর্মাস (এনসিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগের ব্যাখ্যা চেয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আগামী সাতদিনের মধ্যে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৮ মে) ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মোসলেহ উদ্দিন আহমেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩৫ কোটি টাকা পাওয়ার ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার বিএফআইইউ’র পাঠানো ওই চিঠি দুদকে আসে।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান সাংবাদিকদের বলেন, সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট পর্যবেক্ষণে রাখা হয়। কোনও অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হলে তা খতিয়ে দেখা বিএফআইইউ’র নিয়মিত কাজের অংশ।

তিনি আরও বলেন, লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে। ৩৫ কোটি টাকা একবারে জমা হয়নি। কয়েকবছর লেনদেনের সারমর্ম এটি। গত দুই/তিন বছর বিভিন্ন অ্যাকাউন্টে ওই অর্থ জমা হয়েছে ও উত্তোলন করা হয়েছে। বিএফআইইউ’র তদন্তে বিষয়টি ধরা পড়ে।

তারই আলোকে বুধবার পরিচালনা পর্ষদের জরুরি সভা থেকে ব্যাখ্যা চাওয়া হয় এমডির কাছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর