thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হাজীগঞ্জে আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই

২০১৯ মে ১১ ০৭:০৮:৩২
হাজীগঞ্জে আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের স্বর্ণ গ্রামে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১০ মে) রাত ৯টার দিকে স্বর্ণা গ্রামের হাওলাদার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই হাওলাদার বাড়ির পাঁচ পরিবারের ফারুকের দুটি ঘর, খোরশেদ এর দুটি ঘর ও সাখাওয়াত হোসেনের দুটি ঘর, এবং হারেছ ও নুরুল আলমের একটি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জুয়েল রানা তালুকদার জানান, সাখাওয়াতের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্তরা সবাই হতদরিদ্র। এই ক্ষতি পরিবারগুলোকে কাটিয়ে ওঠা অনেক কঠিন হবে।

হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর