thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৬৯

২০১৯ মে ১১ ১১:১১:২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৬৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১০ মে) সকাল ৬টা থেকে শনিবার (১১ মে) ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, গ্রেফতারদের কাছ থেকে ৪৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৭১ গ্রাম হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে ডিএমপির বিভিন্ন থানায় ৪৯ টি মামলা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার দিনভর মাদকবিরোধী অভিযানে আরও ৬৮ জনকে গ্রেফতার করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর