thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

পাকিস্তানে হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত ১

২০১৯ মে ১১ ২২:৪৮:৫০
পাকিস্তানে হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারের একটি বিলাসবহুল পাঁচ-তারকা হোটেলে বন্দুকধারীদের হামলার পর নিরাপত্তাবাহিনী হোটেলটি ঘিরে রেখেছে। হোটেলের একজন নিরাপত্তা রক্ষীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

পার্ল কন্টিনেন্টাল হোটেলের কাছ থেকে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। রয়টার্স বার্তা সংস্থা বলছে, হোটেলের ওপরে হেলিকপ্টার চক্কর দিচ্ছে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে, তারা চীনা এবং অন্য বিদেশী বিনিয়োগকারীদের টার্গেট করেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, কমপক্ষে তিনজন বন্দুকধারী হোটেলের দ্বিতীয় তলা অংশ থেকে গুলি ছুড়ছে।

সরকারি কর্মকর্তারা বলছেন হোটেলের অনেক অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে।

স্থানীয় সময় বেলা প্রায় পাঁচটার দিকে এই হামলা হয়। সেসময় হোটেলে কত লোক ছিল তা নিশ্চিত নয়।

গোয়াদারে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। এই হোটেলটিতে নিয়মিত প্রচুর বিদেশী থাকেন।

বালুচিস্তান পাকিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র এবং অনগ্রসর প্রদেশ। বহুদিন ধরে সেখানে সশস্ত্র বিচ্ছিন্নতবাদী আন্দোলন চলছে।

বালুচিস্তানে একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছ। তাদের মধ্যে রয়েছে পাকিস্তানী তালেবান, বালুচিস্তান লিবারেশন আর্মি এবং কট্টর সুন্নি জঙ্গি গোষ্ঠী লশকর-ই-জাংভি।

বিবিসির জিল ম্যাকগিভারিং বলছেন, এসব সমস্ত্র গোষ্ঠীগুলো চীনা বিনিয়োগের বিরুদ্ধে। কারণ তারা মনে করে এই বিনিয়োগে স্থানীয় মানুষের কোনো লাভ হচ্ছে না।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর