thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঘরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ, বাবা-মেয়ে নিহত

২০১৯ মে ১২ ০৯:১১:৫২
ঘরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ, বাবা-মেয়ে নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউস এলাকায় অগ্নিকাণ্ডে বাবা ও শিশু কন্যার মৃত্যু হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে দমকল বাহিনীর এক কর্মী।

শনিবার (১১ মে) রাতে লাইট হাউজ এলাকায় পাহাড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও দুটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন আতিকুল ইসলাম এবং তার ছয় বছরের শিশু কন্যা সাদিয়া আকতার।

নিহত আতিকের স্ত্রীর অভিযোগ, তার দ্বিতীয় স্বামী মুনাফ অতর্কিতভাবে ঘরে এসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা নিহত আতিকের স্ত্রী ছেনুয়ারাকে জীবিত উদ্ধার করলেও ঘরে থাকা বাকি ২ জনকে বাঁচাতে পারেনি। নিহত আতিক ছেনুয়ারার ৩য় স্বামী।

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপেোর্ট/এনটি/মে ১২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর