thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

লালমনিরহাটে আসামি ছেলেকে ছিনিয়ে নেয়ায় বাবা আটক

২০১৯ মে ১২ ০৯:২০:০৯
লালমনিরহাটে আসামি ছেলেকে ছিনিয়ে নেয়ায় বাবা আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে রাশেদ (২২) নামে এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মধ্য সিঙ্গিমারী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় পলাতক আসামির বাবা ছকবর আলীকে (৪৫) আটক করেছে পুলিশ। আটক ছকবর আলী ওই এলাকার ছমসের আলীর ছেলে।

এ সময় হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী মধ্য সিঙ্গিমারী গ্রামে এমপি বাগানে অভিযান চালিয়ে পুলিশ মাদক সেবনের অপরাধে ছকবর আলীর ছেলে রাশেদকে আটক করে। খবর পেয়ে স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে রাশেদকে ছিনিয়ে নেয়।

এ সময় হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক ও কনস্টেবল আব্দুল খালেক হামলায় আহত হন। খবর পেয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আসামির বাবা ছকবর আলীকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপেোর্ট/এনটি/মে ১২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর