thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

২০১৯ মে ১৩ ১১:০৪:১৫
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ধানবোঝাই ট্রাক উল্টে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

উপজেলার মেডিকেল মোড় এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ (২৩)। এ ঘটনায় ট্রাকচালক সাগর হোসেনসহ (২০) আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, সোমবার সকালে ধানবোঝাই করে মিনি ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়।
তারা ট্রাকে ধানের বস্তার ওপরে বসেছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়।

এ ছাড়া আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্যে একই হাসপাতাল মর্গে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর