thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

২০ দলীয় জোটের বৈঠক বিকেলে

২০১৯ মে ১৩ ১৩:০৭:৩২
২০ দলীয় জোটের বৈঠক বিকেলে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ২০ দলীয় জোটের টানাপড়েন আর ভাঙনের মুখে বৈঠক আহ্বান করেছে বিএনপি।

শরিকদের ক্ষোভ প্রশমনে সোমবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জোট থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়া বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বৈঠকে তার যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত নয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত পাঁচ এমপি জোটের সিদ্ধান্তের বাইরে এককভাবে দলীয় সিদ্ধান্তে শপথ নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ শরিক জোটের শীর্ষ নেতারা। তাদের এ ক্ষোভ দূর করতেই বৈঠক ডাকা হয়েছে।

স্কাইপের সাহায্যে ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত শরিকদের অবহিত করা হবে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর