thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে: মায়ের মৃত্যু, ২ মেয়ে আহত

২০১৯ মে ১৩ ১৫:১৪:২৩
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে: মায়ের মৃত্যু, ২ মেয়ে আহত

লালমনিরহাট প্রতিনিধি : লমনিরহাটের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে ঢুকে পড়ে রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে লাভলী খাতুন (১৭) ও লতিফা বেগম (২২) আহত হয়েছে।

সোমবার (১৩ মে) সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের গুরাতিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া ওই গ্রামের লতিফ মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে বুড়িমারীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গুরাতিপাড়া এলাকার মহাসড়কের পাশে আধাপাকা বাড়ি ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গৃহবধূ রোকেয়া বেগমের মৃত্যু হয়। এছাড়াও ঘরের ভেতরে থাকা তার দুই মেয়ে আহত হন। পরে এলাকাবাসীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিসহ চালক মোশারফ হোসেন (৩১) ও সহকারী (হেলপার) ওপেল আলীকে (২৬) আটক করা হয়েছে।

(দ্য রিপেোর্ট/এনটি/মে ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর