thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কসবায় চুরি নিয়ে বিরোধ, ফলার আঘাতে যুবক নিহত

২০১৯ মে ১৮ ১২:২৮:৫৮
কসবায় চুরি নিয়ে বিরোধ, ফলার আঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাব চুরির বিরোধের জের ধরে মাসুম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার বাদুইর ইউনিয়নের হাতুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে (বৃহস্পতিবার) উপজেলার হাতুরা বাড়ি গ্রামে মামুন মিয়ার বাড়িতে প্রতিবেশী ইয়াছিনসহ কয়েকজন ডাব চুরি করতে যায়। এসময় ওই বাড়ির মালিকের ছেলে মাসুম মিয়া তা দেখে তাদের বাধা দেন। পরবর্তীতে সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে মাসুমকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে ফলা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর