thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

খালেদার বাসার সামনে পুলিশ, আতঙ্কে নেতাকর্মীরা

২০১৩ নভেম্বর ০৯ ১৯:৩৯:৩৩
খালেদার বাসার সামনে পুলিশ, আতঙ্কে নেতাকর্মীরা

দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসার সামনে বিপুল সংখ্যক পুলিশ এখনও অবস্থান করছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে প্রাশসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধীদলীয় নেতার নিরাপত্তা জোরদারে পুলিশ অবস্থান করছে।

খালেদা জিয়ার গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির সামনে শুক্রবার রাত থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেয়। শনিবার সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত তাদের উপস্থিতি অব্যাহত ছিল।

চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু এবং বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস শুক্রবার রাত ১টা ৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের বাসভবন থেকে বের হওয়ার পর আটক হন। এর পর থেকে চেয়ারপারসনের বাসভবনে নেতাদের প্রবেশ করতে দেখা যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী শনিবার বিকেলের দিকে খালেদা জিয়ার বাসায় যান। এছাড়া খালেদা জিয়ার দুই ভাইয়ের স্ত্রী তার সঙ্গে দেখা করতে বাসায় আসেন।

সরেজমিনে দেখা যায়, খালেদা জিয়ার বাসার সামনে বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাবের একটি গাড়ি নারী সদস্যসহ অবস্থান নেয়। পরবর্তীতে র‌্যাবের গাড়িটি চলে যায়। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি সাদা মাইক্রোবাস খালেদা জিয়ার বাসার পাশে প্রধান সড়কে অবস্থান করতে দেখা যায়। আরেকটি মাইক্রোবাস বাসার সামনের সড়কের একটু দূরে অবস্থান করছে।

এদিকে খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের উপস্থিতির খবর শোনার পর থেকে ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা শুক্রবার রাত থেকেই অবস্থান নিয়েছেন।

(দিরিপোর্ট ২৪ ডটকম/এমএইচ/ এমডি/ নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর