thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ঈদে আসছে আঁখি আলমগীরের নতুন গান

২০১৯ মে ২০ ২০:০৩:৪৪
ঈদে আসছে আঁখি আলমগীরের নতুন গান

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদের আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে ঈদ উপলক্ষে গান প্রকাশ করতে ব্যস্ত হয়েছেন সঙ্গীতশিল্পীরা। জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরও আগামী ঈদুল ফিতর উপলক্ষে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন।

গানের শিরোনাম ‘তোমারই কারণে’। অনুরূপ আইচের লেখা এ গানের সুর করেছেন ফাজবীর তাজ তন্ময়। সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

নতুন গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানের কথাগুলো চমৎকার। সহজ কথার গান। গীতিকার অনুরূপ আইচের লেখা গান আমার সবসময়ই ভালো লাগে। তার কথার গানে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে। পাশাপাশি সুর এবং সঙ্গীতায়োজনও ভালোলাগার মতো। রেকর্ডিংয়ের সময় বেশ উপভোগ করেছি। ঈদ উৎসবে গানটি প্রকাশের কথা রয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

স্টুডিও ভার্সনে ভিডিও আকারে গানটি অনলাইনে প্রকাশ করা হবে। অন্যদিকে টেলিভিশনের পাশাপাশি স্টেজ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। আগামী ঈদে টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে গাইবেন তিনি।

ঈদের পর নতুন গান প্রকাশের পরিকল্পনা আছে আঁখি আলমগীরের।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর