thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

আগারগাঁওয়ে টেলিভিশন বিস্ফোরণে স্বামীর পর মারা গেলেন স্ত্রীও

২০১৯ মে ২৫ ০৮:২৩:১০
আগারগাঁওয়ে টেলিভিশন বিস্ফোরণে স্বামীর পর মারা গেলেন স্ত্রীও

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে একটি বাসায় টেলিভিশন বিস্ফোরণের দগ্ধের ঘটনায় স্ত্রী সালমা আক্তারও (২৬) মারা গেছেন।

শুক্রবার (২৪ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীণ থেকে তার মৃত্যু হয়। সালমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত শনিবার দিনগত রাত ২টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালমার স্বামী মোক্তার হোসেন। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল।

এ বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

এর আগে গত বৃহস্পতিবার আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় এক বাসায় টিভি বিস্ফোরণে মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা (২৬) মারাত্মক দগ্ধ হন।

পরে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মুক্তারের শরীরের ৯৭ শতাংশ ও তার স্ত্রী সালমার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।

স্থানীয়রা জানান, পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার এলাকার ২ নম্বর রোডের একটি বাসার নিচতলায় ভাড়া থাকেন তারা।

এলাকায় তার ফার্মেসির দোকান আছে। বিকালে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন ও স্ত্রী সালমা রান্নাঘরে ছিলেন। হঠাৎ ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা দুজনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন এ সময় বাসার বাইরে ছিল।

পরে দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে।

(দ্য রিপেোর্ট/এনটি/মে ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর