thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

হাতীবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা গুলিবিদ্ধ

২০১৯ মে ২৭ ০৯:০২:৪৭
হাতীবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা গুলিবিদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম (৩৭) নামে এক মাদকবিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৬ মে) দিনগত মধ্যরাতে উপজেলার চান্নাত পাটিকাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আবুল কালাম উপজেলার উত্তর জাওরানী গ্রামের শামছুল হকের ছেলে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার চান্নাত পাটিকাপাড়া এলাকায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা পুলিশ উপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে আবুল কালামের দুই পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাকে আহত অবস্থায় গ্রেফতার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ সময় ঘটনাস্থলে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ৫০পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হন। তারাও হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর