thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

শার্শায় ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

২০১৯ মে ২৭ ০৯:৪৬:৪৩
শার্শায় ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি : যশোরের শার্শার কায়বা ইউনিয়নের দীঘা গ্রামে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ মে) রাত ১১টার দিকে পুলিশ ওই তিন জনের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, মা হামিদা খাতুন (৩৪), মেয়ে শরিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)। স্থানীয়দের ধারণা, স্বামী-শাশুড়ি তাদের বিষ খাইয়ে মেরে ফেলতে পারে। এরপর বিষয়টি আত্মহত্যা বলে দাবি করছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, স্বামী ইব্রাহিম ও শাশুড়ি জামিলা খাতুনের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকতো হামিদার। তাকে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তারা। মা-ছেলে মিলেই বৌ-বাচ্চাদের বিষ খাওয়াতে পারে। এ ঘটনাকে তারা আত্মহত্যা বলে দাবি করছে।

ইব্রাহিম কায়বা ইউনিয়ন পরিষদের কাছে চা বিক্রি করে সংসার চালাতো। দোকানের পাশেই তারা থাকতো।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুকদেব জানান, ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হবে। কীভাবে ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর