thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

জনমনে ভীতি ছড়াতেই ককটেল বিস্ফোরণ : ডিএমপি কমিশনার

২০১৯ মে ২৭ ১২:৪৬:৩২
জনমনে ভীতি ছড়াতেই ককটেল বিস্ফোরণ : ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক : একটি স্বার্থান্বেষী মহল জনমনে ভীতি ছড়াতে ও একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতেই রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার (২৭ মে) সকালে মালিবাগে ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক লাল মিয়াকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, যে বোমার বিস্ফোরণ ঘটেছে, সেটি সাধারণ ককটেলের চেয়ে শক্তিশালী। ধারণা করা হচ্ছে, বোমাটি গাড়িতে পেতে রাখা হয়েছিল। জনমনে ভীতি ছড়াতে এবং নৈরাজ্য ও অরাজকতা তৈরির জন্য কোনো একটি গোষ্ঠী এই অপতৎপরতা চালাচ্ছে।

এর আগে, রোববার (২৬ মে) রাত ৯টার দিকে রাজধানীর মালিবাগ মোড়ে ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার বাবলী (২৮) ও রিকশাচালক লাল মিয়া (৫৫) আহত হন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর