thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

মাগুরায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

২০১৯ মে ২৭ ১৬:০৯:২৭
মাগুরায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মাগুরা প্রতিনিধি: জেলার সদর উপজেলায় দুটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ইছাখাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ট্রাকের চালক মুন্সীগঞ্জের শাহজাহান হোসেনের ছেলে শাহাদাত হোসেন ও অপর ট্রাকের হেলপার মধুখালীর মুক্তার খানের ছেলে নাইম।

সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ রায় জানান, সকাল ৮টার দিকে ইছাখাদা দরগা এলাকায় আরএফএলের ডিপো থেকে একটি ট্রাক মালামাল নিয়ে কুষ্টিয়ার দিকে যাওয়া সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরএফএলের মালবাহী ট্রাকের হেলপার নাইম ও অপর ট্রাকের চালক শাহাদতসহ চারজন গুরুতর আহত হন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে মাগুরা আড়াইশ’ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাইম ও শাহাজাহানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর