thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

টাকা পাচারকারীরা রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত: ড. কামাল

২০১৯ মে ২৭ ২৩:৫০:৩০
টাকা পাচারকারীরা রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত: ড. কামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : যারা টাকা পাচার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত। টাকা পাচারকারীরা দেশের শত্রু। রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত বলেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। বললেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ সোমবার রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর গণফোরাম আয়োজিত কর্মীসভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. কামাল প্রশ্ন রেখে বলেন, টাকা পাচারকারীরা কি দেশপ্রেমিক যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না? সরকার কথায় কথায় উন্নয়নের ফিরিস্তি তোলে।অথচ কৃষক তার ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। পাচ্ছে না গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি। অথচ দেশের টাকা বাইরে পাচার করে দেয়া হচ্ছে। উন্নয়নের নামে টাকা পাচার করাকে উন্নয়ন বলা যায় না।

ড. কামাল বলেন, টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে ঐকবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ২৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর