thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শাহজালালে ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

২০১৯ মে ২৮ ০৭:৪৩:৪৪
শাহজালালে ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

দ্য রিপোর্ট প্র‌তি‌বেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০৩টি স্বর্ণবারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার (২৭ মে) রাত ১১টার দিকে ওই যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম আব্দুস সালাম (৪৮)। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৩৬৭২৪।

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গারপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৬ ফ্লাইটে আসেন আব্দুস সালাম।

গোপন সংবাদের ভিত্তিতে তিনি প্লেন থেকে নামলে তাকে বোর্ডিং ব্রিজ থেকেই অনুসরণ করা হয়। আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়।

এরপর তার প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকায়িত অবস্থায় সাদা রঙের স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ১০৩টি স্বর্ণবার পাওয়া যায়।

প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা।

প্রাথমিকভাবে আব্দুস সালাম স্বীকার করেছেন যে তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তবে এসব স্বর্ণের প্রকৃত মালিক এইচএম নুরুজ্জামান ওরফে জিকো নামক এক ব্যক্তি, যিনি ঢাকা খিলক্ষেতের বাসিন্দা।

এছাড়া তার মোবাইলে জিকোর ছবি এবং পাসপোর্টের ছবিও পাওয়া গেছে।

(দ্য রি‌পোর্ট/এন‌টি/‌মে ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর