thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

জাপানে দুর্বৃত্তের হামলায় স্কুলছাত্রীসহ নিহত ২

২০১৯ মে ২৮ ০৯:৩৬:৪৭
জাপানে দুর্বৃত্তের হামলায় স্কুলছাত্রীসহ নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক : জাপানের কাওয়াসাকিতে স্কুলবাসের জন্য অপেক্ষমাণ প্রাইমারি স্কুলের ছাত্রীদের ওপর দুই হাতে ধারালো ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এক যুবকসহ ১৬ জনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টা করে ওই দুর্বৃত্ত।

এদের মধ্যে চতুর্থ শ্রেণির এক ছাত্রী এবং ৩০ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারায় বলে জাপানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ঘাতকের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে হতে পারে বলে পুলিশ জানিয়েছে। খবর জাপান টাইমস, এনএইচকে, বিবিসি ও আসাহি সিম্বুনের।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মে) সকাল পৌনে ৮টার দিকে (বাংলাদেশ সময় আজ ভোর পৌনে ৫টা) কাওয়াসাকির তামা পৌর এলাকার নবরিত রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

এ তাণ্ডব চালানোর পর ওই দুর্বৃত্ত নিজেই তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

তবে কেন স্কুলছাত্রীদের ওপর ছুরি নিয়ে ওই হামলা চালানো হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। ঘাতকসহ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

হতাহত স্কুলছাত্রীরা সবাই একটি ক্যাথলিক বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। তারা সকালে স্কুলে যাওয়ার জন্য স্কুলবাসের অপেক্ষা করছিল।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুই হাতে ধারালো ছুরি নিয়ে স্কুলছাত্রীদের ওপর ঝাপিয়ে পড়ে ওই দুর্বৃত্ত।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর