thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএসকাপ

২০১৯ মে ২৮ ২০:০১:৩২
বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএসকাপ

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) সদর দফতরে সংস্থাটির নির্বাহী সম্পাদক আরমিডা সালসিয়া অ্যালিসজাবানার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, বৈঠকে দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। ইউএনএসকাপের নির্বাহী সম্পাদক এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করবেন বলেও জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ-ইউএনএসকাপ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে একমত হন তারা।

বৈঠকে এম এ মান্নান বলেন, কেউ আসুক বা না আসুক আমরা আমাদের কাজ করে যাব। অনেক বৃহৎ প্রকল্প আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি। আমাদের উন্নয়নে কেউ যদি অংশগ্রহণ করতে চায় তাকে স্বাগতম, না আসলে আমরা আমাদের কাজ করে যাব।

ইউএনএসকাপের নির্বাহী সম্পাদকের সঙ্গে বৈঠকে মন্ত্রী আরও বলেন, আমরা দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাবার পানি ব্যবস্থা ইত্যাদি মৌলিক বিষয়ের জন্য কাজ করে যাচ্ছি। কেউ আমাদের সাঙ্গে না আসলেও আমাদের জনগণের জীবনমান উন্নয়নে এ কাজগুলো আমরা করে যাব।

এর আগে পরিকল্পনামন্ত্রীকে তার দফতরে স্বাগত জানান ইউএনএসকাপের নির্বাহী সম্পাদক। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশের যে কোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন বলে জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক কার্যালয়ের অতিরিক্ত সচিব ড. মোকাম্মেল হোসেন, ইআরডির যুগ্মসচিব আব্দুল বাকী, ব্যাংককে নিযুক্ত ইকোনমিক কাউন্সিলর কবির আহমেদ, ইআরডির যুগ্মপ্রধান ফরিদ আজিজ, ইআরডির যুগ্মসচিব মো. আনোয়ার হোসেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর