thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল

২০১৯ মে ২৯ ২১:৩৮:২২
বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : আবারও ঘুরে দাঁড়াবে বিএনপি-এমন প্রত্যাশা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় দলের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে শিগগিরই বৈঠকের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেন বিএনপি নেতারা।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এতে নির্বাচন প্রত্যাখ্যান করার পর সংসদে অংশ নেয়াসহ বিভিন্ন বিষয়ে দলের নেতাকর্মীদের দ্বিধাবিভক্তির কথা তুলে ধরেন বিএনপির সিনিয়র নেতারা। দলকে আবারো পুনরুজ্জীবিত করতে নেতাকর্মীদের অসন্তোষ দূর করতে শিগগিরই কার্যকর পদক্ষেপ চান বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: হতাশা বা বিভাজন নয়, দলকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

সরকার দেশে যে অপশাসন কায়েম করেছে জনগণকে সাথে নিয়ে তার জবাব দেয়া হবে বলেও জানান বিএনপির মহাসচিব।

(দ্য রিপোর্ট/একেএমএম/মে ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর