thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ঝিনাইদহে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

২০১৯ জুন ০২ ১২:০৫:১৮
ঝিনাইদহে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: জেলার শৈলকুপা উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা হত্যা হয়েছে।

উপজেলার বড় মৌকুড়ি গ্রামের একটি মাঠের ভেতরে একটি খাল থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান।

আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে শার্ট-প্যান্ট ছিল বলে পুলিশ জানায়।

ওসি বলেন, গ্রামের চৌকিদারেরা ঘটনাস্থলে খালের মধ্যে ক্ষতবিক্ষত একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ পুলিশ কর্মকর্তার ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোনো স্থান থেকে ধরে এনে গলাকেটে ও কুপিয়ে হত্যার পর লাশ এখানে ফেলে ফেলে যায়।

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর