thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বুয়েটের ছাত্রলীগের সাবেক সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

২০১৯ জুন ০৪ ২৩:২৬:২০
বুয়েটের ছাত্রলীগের সাবেক সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর নিউ মার্কেট থানা এলাকার কাটাবনের একটি বাসা থেকে বুয়েট শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি শুভ্রজ্যোতি টিকাদারের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কাটাবনের ৭৭ নম্বর বাসার (নাভানা ফরিদা ভিলেজ) একটি ফ্ল্যাট থেকে শুভ্রজ্যোতির লাশ উদ্ধার করা হয়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গতকাল সোমবার দিবাগত রাতে শুভ্রজ্যোতির সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। সকাল থেকে কোন সাড়াশব্দ না পেয়ে দুপুরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় শুভ্রজ্যোতির মরদেহ দেখতে পায়।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আতিকুল জানান, ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ০৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর