thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বিশ্বকাপ বাছাই

লাওসকে হারিয়ে দিল বাংলাদেশ

২০১৯ জুন ০৬ ২০:৪৪:১৮
লাওসকে হারিয়ে দিল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের জোয়ার বাইছে সবখানে। মাশরাফি-সাকিবদের সাফল্য-ব্যর্থতা নিয়ে চায়ের আড্ডায় এখন ব্যাপক আলোচনা। ঠিক এই সময়ে অনেকটাই নিরবে বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্বের ম্যাচ খেলতে লাওস গিয়েছে বাংলাদেশ।

২০২২ কাতার বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের ম্যাচে লাওসকে তাদের মাঠে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। দলের জয়ের নায়ক রবিউল হাসান।

ম্যাচের ৭২ মিনিটে মামুনুল ইসলামের বাড়ানো বল ধরে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন রবিউল। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

অবশ্য এর আগে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও।

এ জয়ের সুবাদে দ্বিতীয় পর্বের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। মোট ৪০ দল নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। সেখানে ৮ গ্রুপে ভাগ হয়ে হবে খেলাগুলো।

আগামী ১১ জুন ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও লাওস। ম্যাচটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এর আগে ২০১৮ সালের অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপে এই লাওসের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। আর সে বছর মার্চে লাওসের আরেকটি ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ০৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর