thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

খুলনায় বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

২০১৯ জুন ০৯ ১১:৩৮:১৭
খুলনায় বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

খুলনা প্রতিনিধি: খুলনায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বাহনের চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার সকাল ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার কার্ত্তিকডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ডুমুরিয়া থানার এসআই আশরাফুল ইসলাম জানান।

নিহত পিকআপভ্যান চালক শেখ ইমদাদুল হক (৩৫) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেরামত উদ্দিনের ছেলে।

খুলনা থেকে পাঙ্গাস মাছের পোনা নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন ইমদাদ। আর পাইকগাছা থেকে ছেড়ে আসা বাসটি যাত্রী নিয়ে যাচ্ছিল খুলনার দিকে।

ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যুগল বিশ্বাস জানান, কার্ত্তিকডাঙ্গা এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানের চালক ইমদাদুল ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

আহতদের মধ্যে পিকআপ ভ্যানের হেলপার রবিউল ইসলাম (৩৫) এবং বাসের যাত্রী শাহিদা বেগম (৫০), রুহুল আমিন (৪০) ও রমনী বিশ্বাসকে (৩৫) পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে যুগল বিশ্বাস জানান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর