thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ওসিসহ আহত ১০

২০১৯ জুন ০৯ ১২:৩৬:৩৬
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ওসিসহ আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি: জেলার কালিগঞ্জে যাত্রীবাহি বাস ও পুলিশ পিকআপের মুখোমুখি সংঘর্ষে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের হাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- ওসি হাসান হাফিজুর রহমান, কনস্টেবল বখতিয়ার ও পুলিশ পিকআপের চালক অমিত। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে যাত্রীবাহি বাসের অনন্ত সাতজন আহত হয়েছেন। তাদেরকে নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওসি হাসান হাফিজুর রহমানকে বহনকারী পুলিশ পিকআপটি সাতক্ষীরা থেকে কালিগঞ্জের দিকে যাওয়ার পথে দেবহাটার হাদিপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওসি হাসান হাফিজুর রহমানসহ তার সঙ্গে থাকা আরও দুজন কনস্টেবল।

পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় আহত ওসি হাসান হাফিজুর রহমানের এখনও জ্ঞান ফেরেনি। তার মাথা, হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক আজিম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর