thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

২০১৯ জুন ০৯ ১৭:৪৪:১০
নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফছিয়ার রহমানকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার দুপুরে ইউনিয়নের চৌগাছা গ্রামের স্কুলের পাশে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা এই হামলা করে।

আহত ফসিয়ার রহমান বর্তমানে নড়াইল সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ফছিয়ার রোববার দুপুরে নড়াইল আদালতে একটি মামলার হাজিরা দিয়ে বাড়িতে ফিরছিলেন। চৌগাছা প্রাইমারি স্কুলের কাছে পৌছালে স্থানীয় প্রতিপক্ষ সাবেক বিজিবি সদস্য আয়ুব হোসেন এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে পিছন দিক থেকে অতর্কিত হামলা চালায়। ফসিয়ারের হাতে ও পায়ে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে। গুরুতর আহত ফছিয়ারকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফছিয়ারের স্বজনেরা জানান, এলাকায় ফছিয়ারের প্রতিপক্ষ মো. আয়ুব হোসেন ভূইয়ার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। সে স্থানীয়ভাবে জামাতের রাজনীতির সাথে জড়িত। এর আগে আয়ুব এর লোকেরা তাকে কুপিয়ে ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দীর্ঘদিন ধরে এলাকায় ফসিয়ার মোল্যা ও আয়ুব হোসেন ভূইয়ার মধ্যে গ্রাম্য দলাদলি চলে আসছিল।
নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন পিপিএম জানান, এ ঘটনার পরে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর