thereport24.com
ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১,  ১০ রবিউল আউয়াল 1446

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ৫

২০১৪ মার্চ ১১ ০৯:৩১:১৫
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ৫

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ট্রেনের ধাক্কায় ম্যাক্সির (রাইডার) ৫ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত শ্রমিক-জনতা চট্টগ্রাম-আরাকান সড়ক অবরোধ করে প্রায় অর্ধশত গাড়ি ভাঙচুর করেছেন।

নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাহির সিগন্যাল এলাকা দিয়ে যাত্রীবাহী একটি ম্যাক্সি রেললাইন পার হচ্ছিল। এ সময় একটি ট্রেন ওই ম্যাক্সিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৫ শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা সবাই পোশাক শ্রমিক। এর মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- লাকি (২৫) জেসমিন (২৪) ও রিয়া (২৬)। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনা তদন্তে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীকে প্রধান করে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/এজেড/মার্চ ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর