thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

দেশকে শত্রুমুক্ত করতে চান অনিল কাপুর

২০১৩ নভেম্বর ০৯ ২০:৪০:৫১
দেশকে শত্রুমুক্ত করতে চান অনিল কাপুর

দিরিপোর্ট২৪ ডেস্ক : যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হন, তাহলে দেশকে শত্রুমুক্ত করতে চান অনিল কাপুর। সম্প্রতি কালারস টেলিভিশনের কমেডি নাইটস উইথ কপিলে এমনটিই বললেন এই বলিউড তারকা।

শুরু থেকেই দর্শকদের দারুনভাবে মাতিয়ে রেখেছিলেন অনিল কাপুর। অনুষ্ঠানের এক পর্যায়ে এক মহিলা দর্শক প্রশ্ন করেন, ‘আপনি ২০০১ সালে নায়ক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেই চলচ্চিত্রে একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বর্তমানে দেশের অবস্থা অনেক খারাপ। এই অবস্থায় আপনাকে যদি একদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী করা হয়, তবে কি করবেন?’

তার এই প্রশ্নের জবাবে প্রথমে মজা করে অনিল কাপুর বলেছিলেন, ‘অন্যান্য সব মন্ত্রীর মতো একদিন নয়, অনেকদিন ক্ষমতায় থাকতে চাইবো।’ পরক্ষণেই তার মুখভঙ্গি পরিবর্তিত হয়ে যায়। একটু সিরিয়াস হয়ে তিনি বলে, ‘একদিনের জন্য এলে আমি প্রথমেই চাইবো দেশকে শত্রুমুক্ত করতে। বিদেশি শত্রুরা যেন এদেশে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করবো। তাদের জন্যই আজ আমরা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

এ ধরনের বক্তব্য প্রদানের পর দর্শকদের করতালিতে মুখর হয়ে উঠে পুরো মিলনায়তন। আর উপস্থাপক কমেডিয়ান কপিল শর্মা বলে উঠেন, ‘এর চেয়ে বড় কথা আর হতে পারে না।’

(দিরিপোর্ট২৪/আইএফ/ডব্লিউএস/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর