thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

সোশ্যাল মিডিয়ায় সাকিব–লিটনের বন্দনা

২০১৯ জুন ১৮ ১৪:১৯:০৪
সোশ্যাল মিডিয়ায় সাকিব–লিটনের বন্দনা

দ্য রিপোর্ট ডেস্ক: জিততে হলে ভাঙতে হতো নিজেদের রেকর্ড। বিশ্বকাপে ৩২১ তাড়া করে যে জেতা হয়নি আগে! বিরুদ্ধে ছিল এ বিশ্বকাপের প্রেক্ষাপটও। চলতি বিশ্বকাপে ২৫০ এর বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দলই। সব প্রতিকূলতা কী দুর্দান্তভাবেই না টপকে গেল বাংলাদেশ! বিশ্বকাপ ইতিহাসেই সফল রান তাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে এখন বাংলাদেশের নাম। জয়টাও এল কী দাপুটে! ৫১ বল হাতে রেখেই সাকিবরা টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া লক্ষ্য।

এমন জয়ের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। বিশেষ করে সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই।

ভিভিএস লক্ষ্মণ বরাবরই বাংলাদেশ ক্রিকেটের বড় শুভাকাঙ্ক্ষী। এমন জয়ের পর টুইট করে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান, ‘বাংলাদেশকে এই জয়ের জন্য অভিনন্দন। এত বড় লক্ষ্য তারা এত সহজে তাড়া করল, আমি অভিভূত। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পথে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছে সাকিব। তবে আমি বেশি মুগ্ধ হয়েছি তরুণ লিটন দাসের পরিপক্বতা দেখে।’

জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও জয়ের পর টুইট করে আরও একবার জানিয়েছেন বাংলাদেশের প্রতি নিজের মুগ্ধতার কথা, ‘আমার দেখা বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স এটি। অনেক বছর ধরে দেখে ওদের খেলা দেখেই এমনটা বলছি আমি।’

সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এমন একটি ইনিংসের পর সাকিবকে অভিনন্দন জানিয়ে এই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন। টুইটে ‘দাদা’ বলেছেন, ‘ভালো খেলেছ বাংলাদেশ। দলের এই দৃঢ় চরিত্র দেখে খুব ভালো লাগছে। সাকিব আল হাসান, এভাবেই খেলে যাও।’ সৌরভের টুইটের জবাবে ধন্যবাদও জানিয়েছেন সাকিব।

সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়াও মুগ্ধ বাংলাদেশের এই জয়ে, ‘বাংলাদেশের জন্য ভীষণ আনন্দিত। কী দুর্দান্ত এক ফল!’ বিশ্বকাপে ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠানও টুইটে নিজের মুগ্ধতা জানিয়েছেন, ‘আগে দক্ষিণ আফ্রিকাকে হারাল, এখন আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে রান তাড়া করে জিতল। সাকিব এক কথায় অসাধারণ ছিল।’

সাবেক কিউই ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসনও টুইট করেছেন বাংলাদেশের জয়ে, ‘দারুণ একটি রান তাড়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভালো খেলেছ সাকিব আল হাসান ও লিটন দাস। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি সাকিবের!’

সাবেক ভারতীয় পেসার রুদ্র প্রতাপ সিং মজেছেন লিটনের ইনিংসে, ‘আমি তো ভেবেছিলাম লিটন ছয় বলে ছয় ছক্কাই মেরে দেয় কি না! বাংলাদেশের জন্য ঐতিহাসিক এক জয়।’ হরভজন সিং তো বাংলায়ই টুইট করেছেন! সাবেক ভারতীয় অফ স্পিনার বলেছেন, ‘খুব ভালো, সাকিব!’

সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আরনল্ড টুইট করেছেন, ‘সাকিব দেখিয়ে দিচ্ছে, সে শুধু বিশ্বসেরা অলরাউন্ডার নয়, একজন বিশ্বমানের ব্যাটসম্যানও বটে। দুর্দান্ত ইনিংস। অভিনন্দন বাংলাদেশকে।’

সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার অ্যালবি মরকেল টুইটে বলেছেন, ‘দুর্দান্ত চেজ করেছে বাংলাদেশ। দেখিয়ে দিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা ফ্লুক ছিল না।’ ধারাভাষ্যকার হিসেবে কাজ করা ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সদস্য ইশা গুহের টুইট, ‘লিটন দাস এই টুর্নামেন্টে এর আগে খেলেনি কেন?’

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর