thereport24.com
ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১,  ১১ রবিউল আউয়াল 1446

হাটহাজারীতে কৃষক লীগ নেতার লাশ উদ্ধার

২০১৪ মার্চ ১১ ১১:২৭:০০
হাটহাজারীতে কৃষক লীগ নেতার লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মো ওয়াসিম (৩০) নামে এক কৃষক লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর রাজা ফকিরবাড়ির মৃত হাজী মাহমুদ হোসেনের ছেলে। ওয়াসিম ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ওয়াসিমের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা তাকে মেরে ফেলে রেখে গেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

খবর পেয়ে সকাল পৌনে ৯টায় হাটহাজারী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসাইন বলেন, ‘ওসাসিম নামের এক যুবকের লাশ চবির রেললাইন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/এজেড/মার্চ ১১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর