thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

কোহলির পর দ্বিতীয় দ্রুততম আমলা

২০১৯ জুন ১৯ ১৮:৩৭:২৬
কোহলির পর দ্বিতীয় দ্রুততম আমলা

দ্য রিপোর্ট ডেস্ক: বেশ কয়েক বছর ধরেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ওপেনার হাশিম আমলা। প্রোটিয়া এই ওপেনারের ব্যাটে ভর করে অনেক ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আমলা ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন ক্যারিয়ারের শুরু থেকেই।

যে কারণে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে তিন, চার, পাঁচ, ছয় ও সাত হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন হাশিম আমলা। আজ (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে আরো একটি দ্রুততমের রেকর্ড গড়েছেন আমলা। দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আট হাজার রানের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে এখনো পর্যন্ত ১৭৮ টি ম্যাচ খেলেছেন আমলা। যেখানে (আজকের ম্যাচসহ) ১৭৬ ইনিংসে ব্যাট করে ২৭ সেঞ্চুরি ও ৩৭ টি ফিফটি আছে তার। আজ কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২৪ রান করার পরই ৮ হাজার রান পূরণ করেন আমলা। যা ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম আট হাজার রানের রেকর্ড।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম আট হাজারের রেকর্ডের শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আট হাজার রান করতে কোহলি খেলেছেন ১৭৫ ইনিংস। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সহ আমলার লেগেছে কোহলির চেয়ে মাত্র এক ইনিংস বেশি। তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রান করেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর