thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ওয়ার্নারের ক্যাচ ফেলে ভুগছে বাংলাদেশ!

২০১৯ জুন ২০ ১৮:৩১:৪১
ওয়ার্নারের ক্যাচ ফেলে ভুগছে বাংলাদেশ!

দ্য রিপোর্ট ডেস্ক: ইনিংসের পঞ্চম ওভার চলছিল। মাশরাফি বিন মর্তুজার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সাব্বির রহমান সেটি তালুবন্দী করতে পারলেন না। ব্যক্তিগত ১০ রানের মাথায় জীবন পেয়ে গেলেন অসি ওপেনার।

সেই জীবন কাজে লাগিয়েই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। টাইগার বোলারদের ভোগাচ্ছেন এখনও। চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে অসি ওপেনার অপরাজিত আছেন ১১১ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে বেশ সতর্কতার সঙ্গে শুরু করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নার বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলছিলেন। সেঞ্চুরি জুটিও গড়ে ফেলেন তারা।

কিছুতেই কিছু হচ্ছিল না। ফ্রন্টলাইন বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটিংকে বিপদে ফেলতে পারছিলেন না। অবস্থা বেগতিক দেখে ২১তম ওভারে পার্টটাইমার সৌম্য সরকারের হাতে বল তুলে দেন মাশরাফি বিন মর্তুজা।

অধিনায়কের এমন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত কাজে লেগে যায় সঙ্গে সঙ্গেই। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে এসে অ্যারন ফিঞ্চকে শর্ট থার্ড ম্যানে রুবেল হোসেনের ক্যাচ বানান সৌম্য। ফিঞ্চ ৫১ বলে করেন ৫৩ রান। ওপেনিং জুটিতে আসে ১২১ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৭ ওভার শেষে ১ উইকেটে ২১৮ রান। ওয়ার্নারের সঙ্গে ৪৪ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন উসমান খাজা।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন২০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর