thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

৪ ঘণ্টা পর উত্তরবঙ্গ, খুলনার সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু

২০১৯ জুন ২১ ১৬:৩১:৫৬
৪ ঘণ্টা পর উত্তরবঙ্গ, খুলনার সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি : প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ এবং খুলনার রেল চলাচল শুরু হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত সাহা গণমাধ্যমকে বলেন, আজ (২১ জুন) দুপুর সোয়া ২ টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ এবং খুলনার রেল চলাচল শুরু হয়।

এর আগে তিনি জানান, সকাল ১০টার দিকে গাজীপুরের সালনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গ ও খুলনার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় এসে পৌঁছলে ট্রেনের ঠ বগির (এসি) ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন সুব্রত সাহা।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর