thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

গোলবন্যায় পেরুকে ভাসালো ব্রাজিল

২০১৯ জুন ২৩ ০৮:৪৬:৩৯
গোলবন্যায় পেরুকে ভাসালো ব্রাজিল

দ্য রিপোর্ট ডেস্ক: কোপা আমেরিকায় 'এ' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুকে পাঁচ গোলে হারিয়েছে ব্রাজিল। এ জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করলো তিতের শিষ্যরা।

পেরুর জালে বল জরিয়েছেন ক্যাসেমিরো, রবার্তো ফিরমিনো, এভারটন, দানি আলভেস ও উইলিয়ান।

করিন্থিয়াস এরেনায় ম্যাচের ১২ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন ক্যাসেমিরো। দলের জার্সি গায়ে দিয়ে এটিই প্রথম গোল তার। ১৯ মিনিটের মাথায় গোল ব্যবধান দ্বিগুণ করে ফিরমিনো।
খেলার ৩২ মিনিটের মাথায় গোল দলকে আবারও এগিয়ে নেন এভারটন।
তিন গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। ফিরে ৫৩ মিনিটের মাথায় গোল করে দলকে এবার এগিয়ে নেন অধিনায়ক দানি আলভেস।
আর নির্ধারিত সময়ের শেষদিকে ৯০ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন উইলিয়ান।
এদিকে দিনের অপর ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ভেনেজুয়েলা 'এ' গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর