thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

স্টেম সেল চিকিৎসায় সুস্থ হবে কিডনি ও লিভার রোগী

২০১৯ জুন ২৪ ১২:৩৮:০৯
স্টেম সেল চিকিৎসায় সুস্থ হবে কিডনি ও লিভার রোগী

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্টেম সেল চিকিৎসায় কিডনি ও লিভার রোগী সুস্থ হবে। মানবদেহের গুরুত্বপূর্ণ এ দুটি রোগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমস্যার প্রতিকারে স্টেম সেল চিকিৎসার কার্যকারিতা প্রমাণ হচ্ছে। এসব দুরারোগ্য রোগের দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার পাশাপাশি স্টেম সেল চিকিৎসায় সাফল্য পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এই চিকিৎসার প্রসার ঘটাতে পারলে কিডনি ও লিভার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার (২৩ জুন) রাজধানীর আফতাবনগরের বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে (বিএলসিএস হাসপাতাল) অনুষ্ঠিত সেমিনারে গবেষক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন।

সেমিনারে ‘স্টেম সেল : কিডনি, লিভার ও অটিজম চিকিৎসায় এর প্রয়োগ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার স্টেম সেল বিশেষজ্ঞ ফ্রাঙ্ক হু জিন না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মো. ফিরোজ খান।

উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউর গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. প্রজেশ কুমার রায় ও অধ্যাপক ডা. এএসএম রায়হান, কিডনি রোগ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোখলেসুর রহমান, বিআরবি হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. এমএ হামিদ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. আজিমুল ইসলাম, বিএলসিএস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইয়াকুব আলী, চিফ কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর মো. সারোয়ার প্রমুখ।

মূল প্রবন্ধে ফ্রাঙ্ক হু বলেন, অকেজো কিডনি ও লিভারের কার্যকারিতা ফেরাতে চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক আবিষ্কার স্টেম সেল চিকিৎসা পদ্ধতি। স্টেম সেলের প্রয়োগ শরীরের অকেজো রক্তনালী সচল করা, ক্ষত সারানো, ক্ষতিগ্রস্ত স্নায়ু পুনরুজ্জীবিত করা, স্বাস্থ্যকর নাইট্রিক অক্সাইড রিসেপটর ফিরিয়ে আনতে ভূমিকা রাখে। দূরারোগ্য বিভিন্ন রোগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার পাশাপাশি স্টেম সেল চিকিৎসায় এখন পর্যন্ত অনেক সাফল্য পাওয়া যাচ্ছে।

সেমিনারে কিডনি বিশেষজ্ঞরা বলেন, কিডনি ট্রান্সপ্ল্যান্ট অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া সুস্থ কিডনি সংগ্রহ করাও দুরূহ। ডায়ালাইসিস নির্ভরতা কমিয়ে রোগীকে সুস্থ করে তুলতে স্টেম সেল পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে।

লিভার বিশেষজ্ঞরা বলেন, দেশে বর্তমানে তিন কোটি মানুষ হেপাটাইটিস ‘বি’, ‘সি’ ও ফ্যাটি লিভারের মতো জটিল রোগে আক্রান্ত। প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ হাজার মানুষ লিভারের জটিলতায় মারা যায়। এ অবস্থায় স্টেম সেল চিকিৎসা পদ্ধতি জটিল ও মারাত্মক এই রোগে মৃত্যু রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। অটিজম রোগীকে সারিয়ে তুলতে স্টেম সেল পদ্ধতি প্রয়োগের ব্যাপক সম্ভাবনার কথাও সেমিনারে জানানো হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর