thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

হাজারের ক্লাবে প্রথম সাকিব

২০১৯ জুন ২৪ ১৮:৫১:২১
হাজারের ক্লাবে প্রথম সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ২২ গজে নিজেকে মেলে ধরেছেন আরেকবার।

আজ ব্যাট হাতে ৩৫ রান তুলে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব।

২০০৭ বিশ্বকাপে সাকিবের পথচলা শুরু। নিজের প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচেই সাকিব পেয়েছিলেন ফিফটি। এরপর ২০১১, ২০১৫ এবং চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে সাকিব পেয়েছেন ফিফটির স্বাদ।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টানা চার ফিফটির রেকর্ড নেই অন্য কোনো ব্যাটসম্যানের। এবারের বিশ্বকাপের আগে সাকিব ২১ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪০ রান করেছিলেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির স্বাদ পাওয়া সাকিব এখন পর্যন্ত বিশ্বকাপে তুলেছেন ৪৬৬ রান।

আজ আরেকটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। উইকেটে দীর্ঘক্ষণ থাকলে বিশ্বসেরা অলরাউন্ডার পেয়ে যেতে পারেন তৃতীয় সেঞ্চুরিও। আজ তেমনই একটি দিন দেখার অপেক্ষায় সাকিব ভক্তরা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর