thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

জামায়াত ছাড়াই বৈঠকে ২০ দলীয় জোট

২০১৯ জুন ২৪ ২০:০৭:৪১
জামায়াত ছাড়াই বৈঠকে ২০ দলীয় জোট

দ্য রিপোর্ট প্রতিবেদক: জামায়াতে ইসলামীকে ছাড়াই বৈঠকে বসেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সোমবার (২৪ জুন) সন্ধ্যা পৌনে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে জোটের শরিকদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত রয়েছেন।

তবে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি বৈঠকে এখন পর্যন্ত যোগ দেননি বলে শায়রুল কবির খান জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় পর্যায়ে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে সে বিষয়ে জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে জোটের সংশ্লিষ্টতা নিশ্চিত করবে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে জোটের পরবর্তী করণীয় ঠিক করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর