thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

জয়পুরহাটে জালনোট তৈরির সরঞ্জামসহ আটক ২

২০১৯ জুন ২৬ ১১:০১:৫৬
জয়পুরহাটে জালনোট তৈরির সরঞ্জামসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে জালনোট তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার মালঞ্চা গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কুয়াতপুর গ্রামের লালমোহনের ছেলে সঞ্জয় কুমার ও মধ্য মালঞ্চা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে নাদিম হোসেন।
এ সময় তাদের কাছ থেকে ৫৬৫টি ৫০ টাকার নোট, একটি কম্পিউটার, পিসি, প্রিন্টার ও জালনোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান আরটিভি অনলাইনকে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মালঞ্চা গ্রামের একটি ভাড়া বাড়িতে থেকে জালনোট তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

রাজশাহী এর সর্বশেষ খবর

রাজশাহী - এর সব খবর