thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

পরোয়ানা পেলেই ডিআইজি মিজানকে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৯ জুন ২৬ ১৫:০৯:৪০
পরোয়ানা পেলেই ডিআইজি মিজানকে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ডিআইজি মিজানুর রহমানকে নিয়ে দুদকের সংশ্লিষ্ট বিষয় দুদকই দেখবে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেলে গ্রেফতার করা হবে।

রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসের আলোচনা অনুষ্ঠানে বুধবার দুপুরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন যতোই শক্তিশালী হোক, সমাজের মানুষ ঐক্যবদ্ধ না হলে মাদক নির্মূল সম্ভব নয়। মাদক নির্মূল করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মাদকের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার পাশাপাশি মাদক সেবনকারীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর