thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

কাজের লোকের মৃত্যুতে অমিতাভের দৃষ্টান্ত

২০১৯ জুন ২৬ ১৭:৩২:৫২
কাজের লোকের মৃত্যুতে অমিতাভের দৃষ্টান্ত

দ্য রিপোর্ট ডেস্ক: অভিনেতা হিসেবে যেমন আকাশছোঁয়া জনপ্রিয়তা তার তেমনি মানুষ অমিতাভ বচ্চনের গ্রহণযোগ্যতাও ভারতে দারুণ। মানবিক বিষয়গুলোতে তিনি প্রতিনিয়তই মজবুত উদাহরণ তৈরি করছেন।

কিছুদিন আগেই কয়েক হাজার কৃষকের ব্যাংক লোন শোধ করে দিয়েছেন তিনি। অমিতাভ জিতে নিয়েছেন কোটি মানুষের মন।

সেই অমিতাভ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন আরও একবার মানবিক দৃষ্টান্ত স্থাপন করে।

সম্প্রতি বচ্চন পরিবারের প্রবীণ এক গৃহপরিচারক মারা যান। ৪০ বছর ধরে বচ্চন পরিবারে কাজে সাহায্য করতেন তিনি। দীর্ঘদিনে এই গৃহপরিচারক অমিতাভের পরিবারের অন্যতম সদস্য হয়েছিলেন। তার মৃত্যুর শোক তাই ছুঁয়ে গেছে বচ্চন পরিবারের সবাইকে।

শুধু তাই নয়, সেই গৃহপরিচারকের শেষকৃত্যের দায়িত্বও পালন করেছেন অমিতাভ। উপস্থিত ছিলেন নিজে এবং তার পুত্র অভিষেক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।

ছবিটি ভাইরাল হওয়ার পর বচ্চন পরিবারের প্রশংসা করছেন অনুরাগীরা। শিক্ষায়, ব্যবহারে অমিতাভ অন্য সবার থেকে সেরা বলে দাবি করছেন। পরবর্তী প্রজন্মের মধ্যেও নিজের শিক্ষার ধারা তিনি অব্যাহত রাখতে পেরেছেন বলেই মনে করেন দর্শক।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর