thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এরশাদের চিকিৎসার টাকা এখনও জোগাড় করতে পারিনি: রাঙ্গা

২০১৯ জুন ২৮ ০৮:৫১:৫৪
এরশাদের চিকিৎসার টাকা এখনও জোগাড় করতে পারিনি: রাঙ্গা

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুশয্যায়। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা এখনও জোগাড় করতে পারিনি। আমরা তাকে যে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাব, সেই অবস্থাও তার নেই।

বললেন দলটির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে চলতি বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা বলেন, এখন পর্যন্ত একজন এমপিকেও বলতে শুনিনি যে, হুসেইন মুহম্মদ এরশাদ খারাপ মানুষ। শুধু বিএনপির এমপিরাই বলেন, এরশাদ খারাপ লোক।
তিনি বলেন, এরশাদ সাহেব কোনোদিনই ক্ষমতা নিতে চাননি। তিনি সাত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন, এটা মিথ্যা।
বিএনপির নেতাকর্মীরা বলেন, এরশাদ সাহেব কবে মরবে? এসব কথা কীভাবে বলে? এমন কথা শুধু বিএনপির লোকজনই বলতে পারে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর