thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ভেজাল পোল্ট্রিফিড উদ্ধার, ১৬ জনকে কারাদণ্ড

২০১৯ জুন ৩০ ০২:৫০:৪৬
ভেজাল পোল্ট্রিফিড উদ্ধার, ১৬ জনকে কারাদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ডেমরায় ডাম্পিং স্টেশনের পাশে ফেমা ইন্টারন্যাশনাল নামের একটি কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল পোল্ট্রিফিড, মাছের ফিড ও গরুর ফিড উদ্ধার করেছে র‌্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটকের পর সবাইকে দুই মাসের কারাদণ্ডসহ প্রতিষ্ঠানটিকে ৩২ লাখ জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব অবৈধ ও ভেজাল পণ্য জব্দ ও আটককৃতদের জরিমানা করে।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, তারা ফিডের সাথে ট্যান্যারির বর্জ্য মিশিয়ে খাবার তৈরি করে। ট্যানারি বর্জ্য, টেক্সটাইল রং ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে ফিড তৈরি করায়, ডেমরায় ফেমা ইন্টারন্যাশনালকে ৩২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। এছাড়া ৬ হাজার মেট্রিকটন পোল্ট্রিফিড, ফিশ ফিড ও কাউ ফিড জব্দ করা হয়েছে। ১৬ জন আটকের পর সবাইকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর