thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

গ্রিন রোডে ভবনে হঠাৎ বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

২০১৯ জুন ৩০ ১২:০৮:২১
গ্রিন রোডে ভবনে হঠাৎ বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গ্রিন রোডে একটি ভবনের নিচতলায় হঠাৎ বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ডক্টরস চেম্বার নামে ভবনের আরটেক্স শোরুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ভবনটির চারতলায় কমফোর্ট জেনারেল হাসপাতালের। এর নিচতলায় আরটেক্স শোরুমে ডেকোরেশনের কাজ করছিলেন চার শ্রমিক। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এ সময় চার শ্রমিক দগ্ধ হন। তারা হলেন- রাশেদ (৩৫), ফয়েজ (৩০), সুজন (১৯) ও লতিফ (২০)। তরিকুল নামে এক কলেজছাত্র তাদের উদ্ধার করে বেলা সাড়ে ১০টার দিকে ঢামেকে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর